সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

যে গাঙ্গে ইলিশা থাকে ঝালো টানে জাল



যে গাঙ্গে ইলিশা থাকে ঝালো টানে জাল
সায়রে পাইয়া জাল গুংগুরে টানে-
মাছ ইলিশারে।


রাজার দুর্লভের মাছ, বাদশার গোলামের মাছ
রান্ধুনী পাগল মাছ ইলিশারে।

ছোট ইলশা ডাইক্যা বলে বড় ইলশা ভাই
এই দেশে রান্ধুনী নাই ঢাকায় চইলা যাই
মাছ ইলিশারে।

সেই ইলিশ কাটতে বিবি গায়ে না পায় ভর
বাইশমনি পাথ্থর দিয়া বান্ধিছে কোমর
মাছ ইলিশারে।
সেই ইলিশার পেজার পেজার কাটা
সেই ইলিশা রাইন্ধা থইছে চলিতার খাডা
মাছ ইলিশারে।
রাজার দুর্লভের মাছ, বাদশার গোলামের মাছ
রান্ধুনী পাগল মাছ ইলিশারে।

(শ্যামার চর, দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন