সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

রসের ভাবী গো



রসের ভাবী গো কেমন করে বাসর ঘরে যাই
মন বলে পাখা থাকলে উড়িয়া বেড়াই

মিলন হবে মধুর, কবে যাব এই পুর
বলে দেও গো রসের ভাবী কেমনে পালাই।
রাত্রি যায় দিন যায় মন সদা তারে চায়
বাহু দিয়া জড়াইয়া ধরি শূন্যে বেড়াই।
প্রেম রসে মধু বনে ঝড় উঠে ক্ষণে ক্ষণে
তারে পাইয়া এই ঘরে প্রেমের গান গাই।

(জামালগঞ্জ, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন