সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

আইলারে নয়া দামান্দ আসমানের তেরা



আইলারে নয়া দামান্দ আসমানের তেরা
বিছানা বিছাইয়া দেও -২
শাইল ধানের নেরা
দামান্দ বও দামান্দ বও।


আইলারে দামান্দের ভই
হিজলের মুড়া
ঠুনকি দিলে মাটি পড়ে -২
ষাইট সত্তইর উড়া।

আইলারে দামান্দের ভাইর বউ
দেখতে বটর ঘাইল
উঠতে বইতে সময় লাগে -২
করইন আইন চাইন।

আইলারে দামান্দের নানা
বুড়া থুড়থুড়া
হুক্কুর হুক্কুর তামুক খাইন -২
দাঁত নড়বড়া।

আওরে দামান্দ বওরে খাটো
খাওরে বাটার পান
যাইবার যদি চাওরে দামান্দ -২
কাইট্টা রাখমু কান।

দামান্দ বও, দামান্দ বও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন