সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

আইলা নৌশা কিসের গন্ধ পাইয়া



আইলা নৌশা কিসের গন্ধ পাইয়া
দুপুরবেলা আইলা নৌশা বরযাত্রী লইয়া।


এত যদি মনের ভয়
এই বয়সে নৌশার হয়
গাছের ফল কেমনে খাইবে যাইবে শুকাইয়া।

আইলা নৌশা বইলা ঘরে
কবুল করে আপার তরে
পাড়া-পড়শি দেখবে তোমায় আপন করিয়া।

মনে জানে মনের কথা
আপার মনে দিও না ব্যাথা
বাঁকা কথায় কান দিও না থাকিও মিলিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন