সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

দুলাভাই আপন করিয়া নাও




দুলাভাই আপন করিয়া নাও
নয়া শালী, নয়া দামান তুমি লইয়া যাও।


শত শত বরযাত্রী আইছে খুশি হইয়া
এত খুশির দিনে তুমি নয়ন তুলে চাও।

আপার মনটি কেমনে পাইলা গোপন করিয়া
আপার কাছে আছে ফল পাড়িয়া খাও।

নিম পাতা বড় তিতা তোমার জানা নাই
আপার মনটি বড় ভালা তুমি জেনে নাও।

(জামালগঞ্জ, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন