সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

মৃগ মুদ্রা



 
চিত্র : মৃগ মুদ্রা
মৃগ মুদ্রা- দক্ষিণ হস্তের অনামিকা, মধ্যমা ও অঙ্গুষ্ঠের অগ্রভাগ পরস্পর সংযুক্ত করে অবশিষ্ট অঙ্গুলিদ্বয় উন্নত ও দণ্ডাকারে রাখবে।

মৎস্য মুদ্রা



 
চিত্র : মৎস্য মুদ্রা
মৎস্য মুদ্রা- দক্ষিণ করতলের পৃষ্ঠদেশে বাম করতল স্থাপন করে জল মধ্যে ধাবমান মৎস্যের

প্রাণাদি পঞ্চমুদ্রা



প্রাণাদি পঞ্চমুদ্রা :
 
চিত্র : প্রাণ মুদ্রা
(১) প্রাণ মুদ্রা- দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠ, অনামিকা ও কনিষ্ঠার অগ্রভাগ সংযুক্ত করলে প্রাণ মুদ্রা হয়।
চিত্র : অপান মুদ্রা


(২) অপান মুদ্রা- দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠ, মধ্যমা ও তর্জনীর যোগে অপান মুদ্রা হয়। 
চিত্র : ব্যান মুদ্রা

(৩) ব্যান মুদ্রা- দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠ, অনামিকা ও মধ্যমার যোগে ব্যান মুদ্রা হয়। 
চিত্র : উদান মুদ্রা

(৪) উদান মুদ্রা- দক্ষিণ হস্তে কনিষ্ঠা ভিন্ন সমুদয় অঙ্গুলির যোগে উদান মুদ্রা হয়।
চিত্র : সমান মুদ্রা


(৫) সমান মুদ্রা- দক্ষিণ হস্তে সমুদয় অঙ্গুলির যোগে সমান মুদ্রা হয়।