সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ১৬ জুন, ২০১৮

হিতোপদেশ বা চাণক্য শ্লোক


হিতোপদেশ বা চাণক্য শ্লোক

[শৈশবে পিতামহ স্বর্গীয় রাজেন্দ্র কুমার শর্মা যখন আমাদের ভাই-বোনের কোন আচরণে বিরক্ত হতেন তখন গালি দিতেন ‘মর্কট’ বলে এবং এক একটি হিতোপদেশ বা চাণক্য শ্লোক আবৃত্তি করতেন। এক পর্যায়ে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে এই শ্লোকগুলো শেখাতে চেষ্টা করেন। সময়ের ব্যবধানে আমিও শ্লোকগুলোর প্রেমে পড়ে যাই; শিখি; একটি খাতায় লিখে রাখি। প্রায় পঞ্চাশ বছর পরে সেই জীর্ণ খাতা থেকে কপি করেছি। কারও কাজে লাগলে আমার শ্রম স্বার্থক হবে বলে বিশ্বাস করি।]

১.
 দাতব্যমিতি যদ্দানং দীয়তেহনুপকারিণে।
দেশে কালে চ পাত্রে তদ্দানং সাত্ত্বিকং বিদুঃ ৼ

অনুবাদ- দান করা কর্তব্য – এই ভেবে উপযুক্ত স্থানে ও উপযুক্ত সময়ে অনুপকারী ব্যক্তিকে যে দান করা হয় তা-ই সাত্ত্বিক দানরূপে বিবেচিত হয়।